কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কৃষক আব্দুর সাত্তারকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সেই সাথে প্র্যত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। একই মামলায় ৮ জনকে বেখছুর খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন পূর্বধলা উপজেলার আলমপুর পলাশতলা গ্রামের মোঃ খোরশেদ, হাসিম উদ্দিন, নিজাম উদ্দিন ও আলাল মিয়া।

পিপি ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ জানান, পূর্বধলার পলাশতলা গ্রামের নিহত আব্দুাস সাত্তারের সাথে আসামীদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলে আসছিল। ২০১৫ সালের ১৪ আগষ্ট সকালে মামলার স্বাক্ষী দেওয়ার উদ্যেশ্যে নেত্রকোনায় আসার পথে ভাগপুর ব্রীজের কাছে পৌছলে আসামিরা আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন ১৫ আগষ্ট নিহতের ছেলে উজ্জল মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ই জুন আদালতে চার্জসীট দাখিল করে। বিজ্ঞ আদালত ১০ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

 

NEWS24কামরুল

 

সম্পর্কিত খবর