আওয়ামী লীগের কারা যাচ্ছেন ইসির সংলাপে

আওয়ামী লীগের কারা যাচ্ছেন ইসির সংলাপে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংলাপে যাচ্ছে আগামীকাল বুধবার। তবে সেই তালিকায় সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নাম থাকলেও তিনি নাও যেতে পারেন। ইসি জানিয়েছে, স্ত্রীর অসুস্থতার কারণে সৈয়দ আশরাফুল ইসলাম অনুপস্থিত থাকতে পারেন বলে ইসিকে জানানো হয়েছে।

জানা গেছে, ক্ষমতাসীন দলটি নতুন করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস না করা, ইভিএম চালুসহ ১১ দফা প্রস্তাব দেবে।

কাল বুধবার সকাল ১১ টায় আওয়ামী লীগের সঙ্গে ইসির মত বিনিময় শুরু হওয়ার কথা রয়েছে।  

ইসি সূত্র জানিয়েছে, ইসির সংলাপে ২১ সদস্যের প্রতিনিধি দল আসার কথা রয়েছে। কমিশনের সামনে একাদশ সংসদ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট ১১ দফা সুপারিশ তুলে ধরবেন তারা। ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে আওয়ামী লীগের ২১ জন প্রতিনিধির তালিকা পৌঁছেছে।

এরমধ্যে রয়েছেন (পাঠানো তালিকায় ক্রম অনুযায়ী)- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম,  মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, সাবেক রাষ্ট্রদূত জমির, মো. রশিদুল আলম, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আব্দুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার। ইসি জানিয়েছে, এ পর্যন্ত ৩৭ টি দল ইসির সংলাপে এসেছে। ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে বৃহস্পতিবার সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর