টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণ, নিহত ২

বিস্ফোরণে নিহত দুই শ্রমিকের লাশ

টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণ, নিহত ২

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।  

আজ (২ অক্টোবর, মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর বিসিক শিল্প এলাকার ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পারভেজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)। তারা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওই কারখানার কর্মচারী রহিম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা।

সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এ সময় ২০-২৫ জনের মতো শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ওই কারখানার তৃতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২৫ জন আহত হন।


জিন্নাহ্▐ অরিন▐ NEWS24