দিনাজপুরে ২ ইউপিতে ভোট গ্রহণ চলছে

ভোট দিচ্ছেন এক ভোটার।

দিনাজপুরে ২ ইউপিতে ভোট গ্রহণ চলছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দিনাজপুরে দুই উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল আটটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন ও বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

ভোট শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার লক্ষ্যে পুলিশ, আনসার ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এদিকে শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তিনজন। আওয়ামী লীগ সমর্থিত মোমিনুল ইসলাম, বিএনপির ফরিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আরিফ উদ্দিন তালুকদার।

এ ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ২৭১ জন।

এর মধ্যে ১২ হাজার ১৮১ জন পুরুষ ও ১২ হাজার ৯০ জন নারী।

অন্যদিকে, বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছে মোট ছয়জন। আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন, বিএনপির তহিদুল ইসলাম, সতস্ত্র প্রার্থী জহুরুল ইসলাম, জুলফিকার, নুরে আলম সিদ্দিকী ও সুরেন্দ্র নাথ রায়।

এ ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ১০ হাজার ৩৪৬ জন পুরুষ ও ১০ হাজার ১০২ জন নারী।

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)

সম্পর্কিত খবর