জাতীয় দলের চেয়ে আইপিএলের গুরুত্ব বেশি!

ক্যারিবীয় ওপেনার এভিন লুইস

জাতীয় দলের চেয়ে আইপিএলের গুরুত্ব বেশি!

ক্রীড়া ডেস্ক

আইপিএলকে প্রাধান্য দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি করতে রাজি হননি এভিন লুইস। ১ অক্টোবর ছেলে ও মেয়ে- দুটি দলেরই তালিকা প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সিদ্ধান্ত নিতে অভিজ্ঞ ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ডদের পদাঙ্ক অনুসরণ করলেন মারকুটে ওপেনার।  

গেইলদের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে নিজেকে চেনাচ্ছেন লুইস।

সাম্প্রতিক সময়ে তার স্ট্রাইক রেট ১৫৭.৪৪। ক্যারিবীয় অঞ্চলের দামী ক্রিকেটার হিসেবে নিজেকে এরই মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।

বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিতে আছেন। তার মতো এমন বিদেশি লিগে খেলতে গিয়ে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পাওয়েল, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনরাও বেছে নেননি কেন্দ্রীয় চুক্তি।

এমনকি ড্যারেন ব্রাভোও টি-টোয়েন্টি লিগ খেলার কারণে চুক্তিতে স্বাক্ষর করেন নি।

পুরোনোদের মধ্যে অধিনায়ক জেসন হোল্ডার, শাই হোপ, কেমার রোচ ও আলজারি জোসেফরা সব ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ৮ ক্রিকেটার শুধুমাত্র লাল বলের জন্য চুক্তিতে সই করেছেন। আর মাত্র ৩ জনকে শুধু মাত্র সাদা বলের জন্যে চুক্তিবদ্ধ করা হয়েছে। এরা হলেন কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স ও রোভম্যান পাওয়েল।



অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর