এক‌টিতে আ.লীগ, আ‌রেক‌টিতে বিএন‌পি

উপ-নির্বাচ‌নের ভোট গ্রহণ।

এক‌টিতে আ.লীগ, আ‌রেক‌টিতে বিএন‌পি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের দু‌টি ইউ‌পির উপ-নির্বাচ‌নের এক‌টিতে আওয়ামী লীগ ও আ‌রেক‌টিতে বিএন‌পি জয়লাভ করেছে।

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মমিনুল ইসলাম নৌকা মার্কা নিয়ে ১০২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ফরিদুল ইসলাম। তিনি পেয়েছেন ৬২০২ ভোট।

অপরদিকে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউপির উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে তৌহিদুল ইসলাম ৪৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী তোফাজ্জল হোসেন। তিনি পেয়েছেন ৪২০৫ ভোট।

দুই উপজেলার নির্বাচন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, দিনাজপুরের দুটি উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন ছিল। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তিনজন এবং বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ছয়জন। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর