যশোরে সাবেক মেয়রসহ ২৪ জনের নামে চার্জশিট

যশোরে সাবেক মেয়রসহ ২৪ জনের নামে চার্জশিট

যশোর প্রতিনিধি

যশোরের একটি নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপির নগর শাখার সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ ২৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আজ আদালতে এ চর্জশিট জমা দেয় পুলিশ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৪ জানুয়ারি রাতে কোতয়ালী পুলিশ গোপন সংবাদে জানতে পারে চোরমারা দিঘির উত্তরপাড়স্থ আব্দুল কাদির আলীর বাড়িতে বিএনপির নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশে মিটিং করছে। গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সকলে পালিয়ে যায়।

এরমধ্যে পুলিশ বাড়ির মালিক আব্দুল কাদির আলীকে আটক করে। আব্দুল কাদিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা করেন এসআই অরুন কুমার দাস। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সোবহান শরীফ। চার্জশিটে অভিযুক্ত ১০ জনকে পলাতক দেখানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর