পাঁচ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ

বাংলাদেশের যুবারা

পাঁচ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের ছুড়ে দেওয়া ১৭২ রানে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান। শামিম ১১ ও রিশাদ ২ রানে ব্যাট করছে।

এর আগে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত।

তবে শুরুটা ভালো হয়নি পড়শিদের। দুর্দান্ত এক ডেলিভারিতে ইনফর্ম দেবদূত পাদিক্কালকে আউট করেন পেসার শরিফুল ইসলাম।

অনুজ রাওয়াতকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠেন যশাস্ভি জাইসওয়াল। দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন তারা।

রাওয়াতকে (৩৫) ফিরিয়ে সেই জুটি ভাঙেন অধিনায়ক তৌহিদ হৃদয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।

টাইগার বোলারদের তোপে কোণঠাসা হয়ে পড়ে প্রতিবেশি দলটি। রিশাদ হোসেনের লেগ স্পিন ভেলকিতে শূন্য রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক সিমরান সিং। এরপর জোশ রাথডকে নিজের দ্বিতীয় শিকার বানান হৃদয়।

একে একে টপার্ডারের সবাই ফিরে গেলেও শিকর গেঁড়ে থেকে যান জাইসওয়াল। পরের ওভারে তাকে (৩৭) বোল্ড করে দেন প্রতিপক্ষের বিষদাঁতা ভেঙে দেন রিশাদ। এতে ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত।

এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আয়ুশ বাদোনি ও সামির চৌধুরী। বাদোনিকে (২৮) ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন মিনহাজুর রহমান। এরপর সামিরকে (৩৬) ফিরিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দেন শরিফুল।

এ জুটি ভাঙার পর ভারতকে অলআউট করা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের যুবাদের। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১৭২ রানে ‘মিন ইন ব্লুদের’ গুঁড়িয়ে দেয় তারা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল শরিফুল, ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন ও তৌহিদ হৃদয়।

আরও পড়ুন: চাপ কাটিয়ে খেলায় ফিরেছে যুবারা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর