‘ট্রাম্প বহুবার সৌদিদের অপমান করেছে’

ডোনাল্ড ট্রাম্প-সৌদি রাজা

‘ট্রাম্প বহুবার সৌদিদের অপমান করেছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অবমাননা নিজ দেশের নিরাপত্তার দায়িত্ব বিদেশিদের হাতে অর্পণ করার পুরস্কার।

তিনি এ ধরনের অবমাননার হাত থেকে রক্ষা পেতে একটি শক্তিশালী মধ্যপ্রাচ্য গঠনের জন্য এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার সৌদি আরব সম্পর্কে প্রকাশ্যে অত্যন্ত অবমাননাকর ভাষায় কথা বলেন।

সৌদি আরব সম্পর্কে তিনি বলেন, তিনি সৌদি রাজা সালমানকে সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা না দিলে সৌদি সরকার দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্টের এই অবমাননাকর বক্তব্যের ব্যাপারে সৌদি সরকার এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় লিখেছেন, ট্রাম্প বহুবার সৌদিদের অপমান করেছেন।

ট্রাম্প বলেছেন, তার সমর্থন ছাড়া রিয়াদ সরকার দুই সপ্তাহর বেশি টিকবে না।

বিদেশিদের কাছে দেশের নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়ার এই হলো পুরস্কার।

বন্ধুত্বের হাত বাড়িয়ে তিনি আরো লিখেছেন, আমরা আরেকবার আমাদের প্রতিবেশীদের প্রতি হাত বাড়িয়ে দিচ্ছি, আসুন একটি শক্তিশালী অঞ্চল গড়ে তুলে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির এ ধরনের অবমাননাকর আচরণের অবসান ঘটাই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর