জিয়া সংবিধান ধ্বংস করেছিল, ইসিকে আওয়ামী লীগ

বুধবার ইসির সঙ্গে সংলাপ করে আওয়ামী লীগ

জিয়া সংবিধান ধ্বংস করেছিল, ইসিকে আওয়ামী লীগ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

''জিয়াউর রহমান সংবিধান ও সেনাআইন লঙ্ঘন করে ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। সংবিধান ও সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক ক্ষমতা ধ্বংস করে দেন। শুরু হয় স্বৈরশাসন। ''

''এই স্বৈরশাষক তার অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার অভিপ্রায়ে ১৯৭৭ সালের ৩০ মে হ্যাঁ/না ভোটের আয়োজন করে এবং নিজের পক্ষে হ্যাঁ ভোটের জয়ের সকল আয়োজন সম্পন্ন করে।

''

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে ''গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ'' শীর্ষক এক পত্রে আওয়ামী লীগের প্রতিনিধি দলের পক্ষ থেকে ইসিকে এসব বলা হয়।

এর আগে, গত রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে বিএনপি। এসময় প্রধান নির্বাচন কমিশনায়র কেএম নুরুল হুদা দলটির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন বলে মন্তব্য করেন। পরে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।

আজকের সংলাপে বিষয়টা সামনে আনেন আওয়ামী লীগ। জিয়াউর রহমানকে নিয়ে ইসির ওই বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে ইসিকে 'সেটেল' বিষয় নিয়ে কথা না বলার পরামর্শ দেওয়া হয়।

সম্পর্কিত খবর