‘কলরেট বৃদ্ধি প্রমাণ করে সরকার বড় ধরনের আর্থিক সঙ্কটে রয়েছে’

অযৌক্তিকভাবে কলরেট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন [পুরোনো ছবি]

‘কলরেট বৃদ্ধি প্রমাণ করে সরকার বড় ধরনের আর্থিক সঙ্কটে রয়েছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মোবাইল অপারেটরগুলোর ভয়েস কলরেট কমিয়ে পূর্বের ন্যায় ২৫ পয়সা করার দাবিতে আগামী ১০ অক্টোবর (বুধবার) কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

কাল রাজধানীর পল্লবীস্থ সবুজ বাংলা আবাসিক এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার মোবাইল রিচার্জ বন্ধ ও মোবাইল ব্যবহারকারীকে কল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিজিটাল বলতে আমরা প্রধানত বুঝি ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা।

মোবাইল ফোনের ব্যবহারও এর অন্তর্ভুক্ত। কিন্তু পরিতাপের বিষয়, এই সেবা পেতে গ্রাহকদের নানা প্রকার অসুবিধায় পড়তে হচ্ছে। ’ 

‘মোবাইল অপারেটররা তাদের অধিক মুনাফালোভী আচরণে সাধারণ ভোক্তাসহ ইন্টারনেট ব্যবহারকারীদের নানা বিড়ম্বনায় ফেলেছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিটিআরসি তথা সরকার তাদের সাথে তাল মিলিয়ে চলছে।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি কলরেট বাড়ানোর ফলে ভোক্তাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকে সাধারণ মানুষ তাদের অসন্তুষ্টির কথা তুলে ধরছে। নানা সংগঠন এর প্রতিকার চেয়ে মানববন্ধনও করেছে। কিন্তু সরকার এখনও নির্বিকার। ’ 

‘মনে হয় যেন সরকার বড় ধরনের আর্থিক সঙ্কটে আছে। আর তাই কয়েকশ কোটি টাকা অতিরিক্ত ভ্যাট আদায়ের লক্ষ্যে ১৪ কোটি মোবাইল ব্যবহারকারীদের স্বার্থকে গুরুত্ব দিতে ভুলে গেছে বিটিআরসি’ - যোগ করেন আমিনুল ইসলাম বুলু।  

‘বিটিআরসি কঠোর পদক্ষেপ নিলে কোম্পানিগুলো কখনোই দুর্নীতি করার সাহস পেত না। আমরা জানি, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। কিন্তু উন্নয়নের সুফল পেতে জনগণ বিরক্ত হয়ে পড়লে সে উন্নয়ন সরকারের জন্য মঙ্গল হতে পারে না। ’

বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন প্রধানের ভাষ্য, ‘সরকারের আয় বৃদ্ধি যদি কলরেট বাড়ানো হয়, তবে আমরা বলবো যেসব খাতে লোকসান বেশি হচ্ছে; সেখানে লোকসান কমিয়ে এনে রাষ্ট্রের আয় বাড়ানোর চেষ্টা করুন। কিন্তু যে খাত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ধনাঢ্যরাও অনিবার্যভাবে ব্যবহার করে থাকে, সেখান থেকে আয় বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসুন। ’

আমিনুল ইসলাম বুলুর অভিযোগ, আপাত দৃষ্টিতে মনে হয়, কলরেট বৃদ্ধিতে রিচার্জ ব্যবসায়ীরা ভালো ব্যবসা করে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এতে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। মোবাইল অপারেটরদের সকল অফার রাউন্ড ফিগারে করার জন্যও সরকারকে অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে ১ টাকায় ৪ মিনিট কথা বলা যায়, এমন অফার চালুর পরামর্শ দেন ফোন রিচার্জ অ্যাসোসিয়েশনের সভাপতি।  


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর