'ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধান বিরোধী'

'ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধান বিরোধী'

'ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধান বিরোধী'

সামছুজ্জামান শাহীন, খুলনা

সংবিধানে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে সংবিধানের ৩৯ অনুচ্ছেদ উপেক্ষা করা হয়েছে। এ আইন কার্যকর হলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে না।

আজ খুলনায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়নে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

নাগরিক ঐক্য, খুলনা মহানগর শাখা এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ এনায়েত আলী। তিনি বলেন, সংবিধান অনুসরণ করা হলে জনকল্যাণ বিরোধী আইন করা যায় না। ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধান বিরোধী।

বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুন্ন হলে গণতন্ত্র পরিপূর্ণতা পায় না।
নাগরিক ঐক্যের আহবায়ক অ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যক্ষ আলী আহমেদ, অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু, প্রফেসর ড. রেজাউল করিম, শেখ আব্দুল আজিজ, নগর মুসলিম লীগের সাধারণ সম্পাদক আক্তার জাহান রুকু।

 

সম্পর্কিত খবর