‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের স্বীকৃতি দিতে হবে’

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের স্বীকৃতি দিতে হবে’

নেত্রকোনায় মতবিনিময় সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী
সোহান আহমেদ কাকন ☼ নেত্রকোনা প্রতিনিধি

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও প্রতিরোধ যোদ্ধাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ (৭ অক্টোবর, রোববার) দুপুরে নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই দাবি উত্থাপন করেন।

কাদের সিদ্দিকী বলেন, ’৭৫ এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সকল যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। অন্যথায় প্রতিবাদকারীদের দৃষ্কৃতিকারী হিসেবে শাস্তির আওতায় আনার আহবান জানান তিনি।

 

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সম্পাদক এটিএম সালেক হিটলু, নেত্রকোনার দুর্গাপুরের প্রতিরোধ যোদ্ধা আব্দুল খালেক, একে এম আজাদুল আলম, দুলাল শাহা ও নেত্রকোনা সদরের আব্দুল খালেক।  

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক প্রতিরোধ যোদ্ধা অংশগ্রহণ করেন।


কাকন▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর