জাতীয় ঐক্য জোরদারে লিঁয়াজো কমিটির বৈঠক শুরু

জাতীয় ঐক্যের নেতারা।

জাতীয় ঐক্য জোরদারে লিঁয়াজো কমিটির বৈঠক শুরু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বৃহত্তর জাতীয় ঐক্যকে অারো জোরদার করতে যুক্তফ্রন্ট এবং বিএনপির মধ্যে লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে।  রোববার রাত নয়টায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় এ কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ছয়জন ও বিএনপির তিনজন নেতা উপস্থিত রয়েছেন।

বৈঠকে উপস্থিতরা হলেন- বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষে উপস্থিত রয়েছেন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মেজর অব. মান্নান, তানিয়া রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন।

বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে বিএনপিপন্থী ড. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত রয়েছেন

চলমান জাতীয় ঐক্য সৃষ্টি চেষ্টার মধ্যে আজকের বৈঠক থেকে নতুন কোনও সিদ্ধান্ত আসতে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর