এস-৩০০ কেন সিরিয়ায়? রাশিয়া যাচ্ছেন নেতানিয়াহু

এস-৩০০।

এস-৩০০ কেন সিরিয়ায়? রাশিয়া যাচ্ছেন নেতানিয়াহু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিগগিরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিরিয়ার আকাশে ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংসের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে নেতানিয়াহু এ ঘোষণা দিলেন।

রোববার দখলদার ইসরাইলের মন্ত্রিসভায় তিনি রাশিয়া সফরের ঘোষণা দেন তবে সুনির্দিষ্ট কোনো তারিখ ও স্থান উল্লেখ করেননি। এর আগেও নেতানিয়াহু ইরান ও হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাত দেখিয়ে সিরিয়ায় হামলার বৈধতা আদায়ের জন্য বেশ কয়েকবার রাশিয়া সফর করেছেন।

কিন্তু গত ১৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান বাহিনীর তৎপরতার কারণে রুশ গোয়েন্দা বিমান আইএল-২০ ধ্বংস হওয়ার পর পুতিন ক্ষুব্ধ হয়েছেন এবং সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার নির্দেশ দেন।

আরও পড়ুন: রাশিয়ার সাবমেরিন বহর নিয়ে আতঙ্কে যুক্তরাষ্ট্র

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর