ঘুষ নেওয়ায় বহিষ্কার অ্যামাজন কর্মী

এক অ্যামাজন কর্মীকে বহিষ্কার করা হয়েছে

ঘুষ নেওয়ায় বহিষ্কার অ্যামাজন কর্মী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গ্রাহকদের কেনাকাটা ও ই-মেইল অ্যাড্রেসের মতো ডাটা পেতে ও নেতিবাচক রিভিউ সরাতে মার্কেট প্লেসের কয়েকজন বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মীদের ঘুষ দিয়েছেন- এমন বিষয় গেল সেপ্টেম্বরে নিশ্চিত করে অ্যামাজন। এবার এই ঘটনায় ই-কমার্স জায়ান্টটি এক কর্মীকে বহিষ্কার করেছে বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মী একজন বিক্রেতাকে গ্রাহকদের ই-মেইল অ্যাড্রেস দিয়েছিলেন। অ্যামাজনের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করে বলা হয়, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সেই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের কাজে সহায়তা করা হচ্ছে।

এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদেরকে ইতোমধ্যে এ বিষয়ে জানানো হয়েছে। অ্যামাজনের দাবি, আর কোনো গ্রাহকের তথ্য বাইরের কারও কাছে ফাঁস হয়নি।

একজন আক্রান্ত গ্রাহক প্রযুক্তি সাইট ভার্জকে পাঠানো এক ই-মেইলে জানান, ওই কর্মীকে বহিষ্কার করা হয়েছে ও এই ঘটনায় অভিযুক্ত থার্ড-পার্টি বিক্রেতাকে অ্যামাজন মার্কেটপ্লেস থেকে নিষিদ্ধ করা হয়েছে।

 

তবে কোন থার্ড-পার্টি বিক্রেতা গ্রাহকদের তথ্য পেয়েছেন, তা নিয়ে অ্যামাজন কোনো তথ্য দেয়নি বলেও জানান তিনি।

 

সূত্র: ফিনান্সিয়াল টাইমস, রয়টার্স

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর