বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দু’টি স্বর্ণের বার [প্রতীকী ছবি]

বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

রিপন হোসেন চঞ্চল • যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় সাইফুল ইসলাম রাজিব (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে দু'টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

আজ (৮ অক্টোবর, সোমবার) দুপুরে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণের বার পাওয়া যায়। আটক রাজিব নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার রাকিবুলের ছেলে।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী পরিচালক নিপুণ জানান, ওই যাত্রী তার পাসপোর্ট চেকিংয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন।

এ সময় তার হাঁটার গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের।  

পরে ভারত প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ২শ গ্রাম ওজনের দু'টি স্বর্ণের বার জব্দ ও তাকে আটক করা হয়।  

কাস্টমস হাউজের সহকারী পরিচালক বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল স্থলবন্দর থানায় পাঠানো হয়েছে।



রিপন▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর