মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে ফ্লাইট চালু রাখবে কাতার

কাতার এয়ারওয়েজ।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে ফ্লাইট চালু রাখবে কাতার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বিমান চলাচল অব্যাহত থাকবে জানিয়েছে কাতার এয়ারওয়েজ।  সোমবার কাতারের রাজধানী দোহায় এক বাণিজ্যিক সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী আকবর আল বাকের এ কথা বলেন।

তিনি বলেছেন, বিমান চলাচল শিল্প নিষেধাজ্ঞার আওতায় পড়ে না।

তিনি আরও বলেন, ইরানের যেসব শহরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে সেসব শহরে আমাদের কার্যক্রম আগের মতোই চলবে।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না।

কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে বলা হয়েছে, কাতারের দোহা ও ইরানের তেহরানের মধ্যে প্রতিদিনই এই কোম্পানির ফ্লাইট চলাচল করছে। এছাড়া ইরানের মাশহাদ ও শিরাজসহ আরও কয়েকটি শহরে কাতার এয়ারওয়েজের বিমানের ফ্লাইট রয়েছে।

আগামী ৪ নভেম্বর থেকে ইরানের তেল খাত ও কেন্দ্রীয় ব্যাংকের ওপর নতুনকরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আমেরিকা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর