রাষ্ট্রপতির ক্ষমায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুক্ত

পরিবারের সদস্যদের সাথে কুখ্যাত খুনি বিপ্লব

রাষ্ট্রপতির ক্ষমায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুক্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের বড় ছেলে আফতাব উদ্দিন বিপ্লব মুক্তি পেয়েছেন।

আজ (৯ অক্টোবর, মঙ্গলবার) সকালে বিপ্লব কারাগার থেকে মুক্তি পেয়ে লক্ষ্মীপুর শহরের বাসায় যান। পরে পরিবারের সদস্যদের এক সঙ্গে কাটানোর কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেন বিপ্লবের ছোট ভাই ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু। এর আগে ২০১৪ সালে কারাগারে থেকেই বিয়ে করে আলোচিত হন বিপ্লব।

 

লক্ষ্মীপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিপ্লবকে। এরপর ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার সেই সাজা মওকুফ করেন।

পরের বছর আরও দু’টি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) যাবজ্জীবন সাজা পাওয়া বিপ্লবের দণ্ড ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

তবে ২০১২ সালের ফিরোজ হত্যা মামলা থেকে বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়।

এর আগে ২০০৯ সালে জাহেদ হত্যা ও এতিমখানায় অগ্নিসংযোগ মামলা থেকে বিপ্লবের নাম বাদ দেওয়া হয়।

জানা গেছে, টানা ১০ বছর পলাতক থাকার পর ২০১১ সালে বিপ্লব আত্নসমর্পণ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় ফাঁসির দণ্ড মওকুফ ও জেল রেয়াত সুবিধা পেয়ে মুক্ত পান বিপ্লব।


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর