মৃত্যুদণ্ড পেলেন যারা

ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে ১৯ জনকে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

মৃত্যুদণ্ড পেলেন যারা

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

আসামিদের ৩০২, ১০২, ১২০ (খ) এবং ৩৪ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ১. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ২. উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, ৩. ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ৪. এনএসআই মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম, ৫.মাওলানা শেখ আবদুস সালাম,  ৬. আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম, ৭. মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, ৮. মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, ৯. মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, ১০. আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, ১১. মো. জাহাঙ্গীর আলম, ১২. হাফেজ মাওলানা আবু তাহের, ১৩. হোসাইন আহমেদ তামিম, ১৪. মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ, ১৫. মো. রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে খালিদ সাইফুল্লাহ ওরফে শামিম ওরফে রাশেদ ১৬. মো. উজ্জ্বল ওরফে রতন, ১৭. মো. আবদুল মাজেদ ভাট ওরফে মো. ইউসুফ ভাট, ১৮. আবদুস সালাম পিন্টুর ভাই ও জঙ্গিনেতা মাওলানা মো. তাজউদ্দীন (পলাতক) ১৯ হানিফ পরিবহনের মালিক মো. হানিফ (পলাতক)।

এদিন সকালে কারাগার থেকে ৩১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় মোট ৫২ জন আসামির মধ্যে অন্য মামলায় তিনজনের ফাঁসি আগেই কার্যকর হয়েছে। ফলে বিচারকাজ চলছিল ৪৯ জনের বিরুদ্ধে।

এরমধ্যে ১৮ জন পলাতক রয়েছেন। কারাগারে আছেন ৩১ জন।

সম্পর্কিত খবর