মাহিয়া মাহিকে নিয়ে বই

মাহিয়া মাহিকে নিয়ে বই ‘মাহি দ্য প্রিন্সেস’

মাহিয়া মাহিকে নিয়ে বই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বই লিখেছেন তার ভক্তরা। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ (বাংলা) থেকেও কয়েকজন মাহি ভক্ত এতে অংশ নিয়েছেন। বইটির নাম ‘মাহি দ্য প্রিন্সেস’।

বইটি প্রকাশ হয়েছে এমএমপিডি (মাহিয়া মাহি প্রিন্সেস অব ঢালিউড) থেকে।

চলতি মাসের ২৭ তারিখ মাহির ২৮তম জন্মদিন। এ উপলক্ষ্যে কাল (১০ অক্টোবর) বইটি প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

বইটির বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘বইটি হাতে পেয়ে পুরোটা পড়েছি। আমি অভিভূত।

ডেডিকেশন ছাড়া কারও পক্ষে এতো নিখুঁতভাবে এই কাজটা শেষ করা সম্ভব নয়। প্রতিটি পাতায় আমার ভিন্ন ভিন্ন উক্তি দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি। আমার মনে হয়, ওরা লেখাপড়ার চেয়ে এই বইয়ের কাজে বেশি মনোযোগী ছিল। যারা আমাকে নিয়ে বইটি বের করেছে, তাদের জন্য আমি গর্বিত। ’

‘অগ্নি’ ছবির নায়িকা বলেন, ‘বইটি পেয়ে আমি অনুভব করতে পারছি, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার ছোট ছোট ভক্তরা যারা আমাকে নিয়ে গান, কবিতা লিখেছে, সবার জন্য ভালোবাসা। এভাবে যেন তারা সবসময় আমাকে ভালোবাসে। ’

২০১৬ সাল থেকে এখন পর্যন্ত মাহিয়া মাহির ২৯ জন ভক্ত মিলে বইটি লিখেছেন। সেখানে তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে প্রিয় নায়িকাকে নিয়ে লিখেছেন ৪০টির মতো কবিতা। প্রাথমিকভাবে বইটির ১০০ কপি ছাপানো হয়েছে।  বইতে আরও রয়েছে মাহির দেয়া বাণী।

মাহিয়া মাহির অন্ধভক্ত পাবনার রাজ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বইটি লেখার মূল উদ্যোগ আমিই প্রথম নেই। মাহিয়া মাহির ফ্যানগ্রুপ আছে, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করি। সবাই একমত পোষণ করে। দেশের কোনো নায়ক-নায়িকাকে নিকট অতীতে তার ভক্তরা ভালোবাসা দিয়ে এভাবে বই লিখেছে কিনা, আমাদের জানা নেই ‘

রাজ আরও বলেন, ‘অনলাইনের মাধ্যমে যে কেউ বইটি কিনেতে পারবেন। সেজন্য মাহির ফ্যান গ্রুপে যোগাযোগ করতে হবে। বাংলাদেশ ছাড়াও কলকাতায় বইটি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ’

এই বইতে মাহির আগাগোড়া ফিল্ম ক্যারিয়ার, জীবন বৃত্তান্ত, মাহিকে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে তারকার মন্তব্য রয়েছে। পাশপাশি ভক্তদের ভালোবাসা নিদর্শন স্বরূপ কিছু কবিতা লেখা আছে। শুধু তাই নয়, বিভিন্ন সাক্ষাৎকারে মাহি যেসব গুরুত্বপূর্ণ করা বলেছেন, সেগুলোও মোটা দাগে বইতে রাখা হয়েছে।

মাহি ভক্ত রাজ বলেন, ‘কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এমন উদ্যোগ নিয়ে বইটি মাহি আপুর হাতে পৌঁছে দিয়েছি। এতে অনেক বড় ভালো লাগা কাজ করছে। ’


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর