ভারতকে তেল দিবে সৌদি

প্রতীকী ছবি

ভারতকে তেল দিবে সৌদি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বের সবচেয়ে বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশ সৌদি আরব ভারতের ক্রেতাদের আরও ৪০ লাখ ব্যারেল জ্বালানি তেল দেবে। আগামী নভেম্বরের শুরুতে অপরিশোধিত এই জ্বালানি তেল সরবরাহ করবে সৌদি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বুধবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর ঘাটতি মেটাতে সৌদি আরবের এই বাড়তি তেল সরবরাহের আগ্রহ দেখা যাচ্ছে।

চীনের পর ভারতই ছিল ইরানের বড় ভোক্তা। আশঙ্কা আছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত এই ইরান থেকে তেল নেয়া বন্ধ করে দেবে।

ওই সূত্র জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি সৌদি থেকে ১০ লাখ ব্যারেল করে তেল আমদানি করতে চেয়েছে।

তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকো এই তেল দেবে কিনা তা রয়টার্সকে তাৎক্ষণিক নিশ্চিত করেনি।

ভারত সৌদি থেকে মাসে আড়াই কোটি ব্যারেল তেল আমদানি করে।

 

NEWS24কামরুল

 

সম্পর্কিত খবর