ঘুষসহ গ্রেপ্তার হয়েও নিয়মিত অফিস করছেন ইনি

ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানকে গ্রেপ্তার করে দুদক

ঘুষসহ গ্রেপ্তার হয়েও নিয়মিত অফিস করছেন ইনি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গেল ১০ জুলাই ঘুষ নেওয়ার সময় ৬২ হাজার টাকাসহ হাতেনাতে আটক হন পাবনার আটঘরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান। একই সময় মোহরার আশরাফুল আলমকেও (৪০) গ্রেপ্তার করা হয়।  

পরে এ ব্যাপারে ওই দিনই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক গোলাম মওলা বাদী হয়ে ইশরাত ও আশরাফুলকে আসামি করে আটঘরিয়া থানায় মামলা দায়ের করেন।

পরে ওই দুজনকে আদালতে হাজির করা হলে পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল বাছেত মো. বুলু সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানের জামিন মঞ্জুর করেন।

আর মোহরার আশরাফের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন পাওয়ার পর থেকেই সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান আটঘরিয়ায় নিয়মিত অফিস করছেন। বিষয়টি নিয়ে তাই নানা মহলে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ইশরাত জাহানের বাড়ি পাবনার সুজানগর উপজেলার খলিলপুর আমিরাবাদ বড়ুরিয়া গ্রামে।

তার স্বামী শেরপুর জেলার নকলা উপজেলার কোটেরচর গ্রামের নূরে আলম বাপ্পী।

দুদকের দাবি, মামলায় গ্রেপ্তার হওয়ার দিন থেকেই অভিযুক্ত সরকারি কর্মকর্তা চাকরিতে সাময়িক বরখাস্ত হবেন। কিন্তু এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ হয়নি।   

দুদকের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট খন্দকার জাহিদ রানা বলেন, ‘দুদকের মামলা জামিন অযোগ্য। তারপরও বিচারক জামিন দিতে পারেন। ’ তিনি আরও বলেন, ‘দুদকের মামলায় গ্রেপ্তার হওয়ার দিন থেকেই অভিযুক্ত সরকারি কর্মকর্তা চাকরিতে সাময়িক বরখাস্ত হবেন- এটাই নিয়ম। ’

পাবনা জেলা রেজিস্ট্রার মণীন্দ্র নাথ বর্মণ বলেন, ‘আটঘরিয়ার সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ওই দিন (১০ জুলাই) সন্ধ্যায় নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) অফিসে প্রতিবেদন দেওয়া হয়েছে। এরপর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহল সিদ্ধান্ত নেবে। ’

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকরাম আলী দুদকের মামলার কথা স্বীকার করে বলেন, ‘জামিনের পর থেকেই সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান নিয়মিত অফিস করছেন। ’

জানা গেছে, ক’দিন আগে ৩৫টি জমির রেজিস্ট্রি বা সাফ কবলাও সম্পাদন করেছেন ইশরাত জাহান।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দুদক সমন্বিত কার্যালয় পাবনার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘সাময়িক বরখাস্তের বিষয়টি আইনেই রয়েছে। এই মামলা নিয়ে দুই মাস ধরে অনুসন্ধান করেছি। আর ফলাফল শূন্য। ’

উপ-পরিচালক বলেন, ‘এভাবে চললে মানুষ নিরুৎসাহিত হবে। জামিন আদেশের বিরুদ্ধে আমরা পাবনা জজ কোর্টে আপিল করবো। ’

এ ব্যাপারে আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর