গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

ছবি-সংগৃহীত

গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধের মধ্যে আজিজুর নামে একজন মারা গেছেন।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজিজুল (২৭) ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিলেন বলে ঢামেকের চিকিৎসকরা জানায়।

এ ঘটনায় একই পরিবারের বাকি সদস্যদের অবস্থা, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আনজু (২৫) ৬ শতাংশ, আবদুল্লাহ (৫) ১২ শতাংশ, ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।

তারাও ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। আহতদের বাড়ি পাবনার চাটমোহর, ভাঙ্গুরা ও গোবিন্দপুর এলাকায়।

এর আগে ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর