চট্টগ্রামে ফের পাহাড়ধসে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামের ম্যাপ

চট্টগ্রামে ফের পাহাড়ধসে ৪ জনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রাম নগরীতে ফের পাহাড় ও দেয়ালধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার দিবাগত রাতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকা ও পাঁচলাইশ থানার রহমান নগরে পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

পাহাড়ধসে নিহতরা হলেন- ফিরোজশাহ কলোনীর একই পরিবারের মা নূর জাহান বেগম (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০)।

এছাড়া নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকার দেয়ালধসে নূরুল আলম নান্টু (৩০) নিহত হয়েছেন। তার পিতার নাম লাল মিয়া।

ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড়ধস হয়। এতে মাটিতে চাপা পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।

আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এতে বড় গাছ ভেঙে পাহাড়ের নিচে থাকা কয়েকটি কাঁচা-পাকাঘরের ওপর পড়ে। এ সময় দেয়ালধসে নূরুল আলম নান্টু মিয়াসহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক নূরুল আলম নান্টুকে মৃত ঘোষণা করেন।

প্রতি বছরই পাহাড়ধসে চট্টগ্রামে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারিদের সরিয়ে দেওয়া হয়। আবারও সেখানে বসতি গড়ে ওঠে। আবারও ঘটে প্রাণহানির ঘটনা।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর