চিরিরবন্দরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, আটক ১

চিরিরবন্দরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, আটক ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে এস,এস,সি নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে দুই বখাটে শ্লীলতাহানির চেষ্টা করার সময় আটক নওশাদ আলী (২৬)কে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অপর বখাটে মমিনুল ইসলাম ওরফে সাদ্দাম (২৫) পালিয়ে গেছে।

স্কুল ছাত্রীর বাবা উপজেলার মিত্রমাটি গ্রামের শহিদুল ইসলাম জানান, তার মেয়ে উপজেলার উত্তর ভোলানাথপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। শনিবার ১৩ই অক্টোবর দুপুর ২টায় কৃষি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ভাঙ্গাছিড়া নামক স্থানে উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের পুত্র  নওশাদ ও একই এলাকার চৈতুরের পুত্র মমিনুল ইসলাম ওরফে সাদ্দাম পথ আটকে উত্তোক্ত করে।

এ সময় ওই ছাত্রী ভয়ে ধান ক্ষেতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করলে ধানক্ষেতে তাকে আটক করে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা চালায়। তার চিৎকারে এলাকাবাসি এসে তাকে উদ্ধার করে। এ সময় একজন অভিযুক্ত নওশাদকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসি।

পরে চিকিৎসার জন্য ওই ছাত্রীকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আটক নওশাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পলাতক সাদ্দামকে আটকের চেষ্টা চলছে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর