সৌদি সাংবাদিক নিখোঁজে ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ দাবি

খাসোগজি নিখোঁজের পর আন্দোলন শুরু হয়েছে দেশে দেশে। সংগৃহীত ছবি

সৌদি সাংবাদিক নিখোঁজে ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ দাবি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি সাংবাদিক জামাল খাসোগজির নিখোঁজের ঘটনায় ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ করতে সৌদি আরব ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি।

রোববার এক যৌথ বিবৃতে এই আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী  জ্যঁ-ইভ লো দ্রায়াঁ এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও উল্লেখ করেন।

এতে বলা হয়, জামাল খাসোগজির নিখোঁজের দায় কার এবং তার সঙ্গে প্রকৃতপক্ষে কী ঘটেছে তার জানতে একটি বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার।

এই ঘটনায় জড়িতদের জবাবদিহি করার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

আরও বলা হয়, এই ঘটনায় সৌদি ও তুর্কি কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টাকে আমরা উৎসাহিত করছি। সৌদি সরকার এক্ষেত্রে একটি সম্পূর্ণ এবং বিস্তারিত জবাব দেবে বলেও আশা করছি আমরা। আমাদের এই বার্তা সরাসরি সৌদি কর্তৃপক্ষের প্রতি।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি দূতাবাস পরিদর্শনের পর থেকে নিখোঁজ আছেন খাসোগজি।

গত শনিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খাশোগি তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে খুন হলে সৌদি আরবকে কঠিন শাস্তি পেতে হবে। আমরা এটার শেষ দেখতে চাই এবং এর সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দেয়া হবে।

জবাবে রোববার সৌদি কর্তৃপক্ষ জানায়, খাসোগজি নিখোঁজ ইস্যুতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, রাজনৈতিক চাপ প্রয়োগ এবং বারবার মিথ্যা অভিযোগ করে সৌদি আরবকে দুর্বল করা যাবে না। যে কোনও ধরনের পরিস্থিতিতেই সৌদি সরকার ও জনগণ বর্তমান অবস্থানে অটল থাকবে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর