মোদিকে খুনের হুমকি দিয়ে মেইল

নরেন্দ্র মোদি I ফাইল ছবি

মোদিকে খুনের হুমকি দিয়ে মেইল

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে একটি মেইল পাঠানো হয়েছে। মেইলে বলা হয়েছে, আগামী মাসেই (নভেম্বর) নরেন্দ্র মোদিকে হত্যা করা হবে। দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়েকের সরকারি ইমেল আইডিতেই এ হুমকি দেওয়া হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

মেইলটি পাওয়ার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মেইলটি উত্তর-পূর্ব ভারতের আসামে অবস্থিত একটি সার্ভার থেকে পাঠানো হয়েছে।

খবরে বলা হয়, বছরের শেষেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই নভেম্বরে দেশজুড়ে একাধিক জনসভা ও মিছিল করার কথা প্রধানমন্ত্রীর। সে কারণেই এ মাসটিকে টার্গেট করা হয়েছে বলে ধারণা করছে গোয়েন্দারা।

এরইমধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সতর্ক করা হয়েছে। দেশজুড়ে সক্রিয় গোয়েন্দাদের নেটওয়ার্ক। মেইলটি কে বা কারা পাঠিয়েছে তা জানতে মরিয়া আইন-শৃঙ্খলা বাহিনী।

চলতি বছরের জুনেও একটি গোপন চিঠি উদ্ধার করার কথা জানিয়েছিল পুনে পুলিশ। সেই চিঠিতে মোদিকে খুন করার ছক লেখা ছিল। মহারাষ্ট্রে ভিমা কোরেগাঁও দাঙ্গার তদন্ত করতে গিয়েই এ চিঠিটি হাতে এসেছিল গোয়েন্দাদের।

সম্পর্কিত খবর