‘যুক্তরাষ্ট্রকে না থামালে নয়া হিটলারের জন্ম হবে’

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

‘যুক্তরাষ্ট্রকে না থামালে নয়া হিটলারের জন্ম হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন বিরুদ্ধাচরণের ব্যাপারে নিষ্ক্রিয় থাকলে অচিরেই নয়া হিটলারের জন্ম হবে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

সোমবার সামরিক ওষুধ বিষয়ক চতুর্থ আইসিএমএম প্যান-প্যাসিফিক কংগ্রেসের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পথ বেছে নেওয়ার কারণে আমেরিকা আমাদের বয়কট করেছে। এমনকি ওষুধ আমদানি করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এই শত্রুতার মুখোমুখি না দাঁড়ালে বিশ্বে অচিরেই নতুন হিটলারের মুখ দেখা যাবে।

রাসায়নিক হামলার ক্ষতি সম্পর্কে আমির হাতামি আরও বলেন, ইরান রাসায়নিক অস্ত্র ও বোমা হামলার শিকার হয়েছে। তিন দশক পরও ইরানের বহু পরিবার আজও সেই রাসায়নিক অস্ত্রের পরিণতি ভোগ করছে।

তিনি জানান, ইরান চিকিৎসা সরঞ্জাম তৈরিতে স্ময়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

অন্যান্য দেশের সঙ্গে ইরান এই অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী।

চতুর্থ আইসিএমএম প্যান-প্যাসিফিক কংগ্রেসে বিশ্বের ৪৫টি দেশের সামরিক কমান্ডার ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর