‘ভারত দক্ষিণ এশিয়ার জন্য হুমকি’

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

‘ভারত দক্ষিণ এশিয়ার জন্য হুমকি’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের আক্রমণাত্মক মনোভাব ও মারণাস্ত্র বৃদ্ধির নীতির কারণে গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। এমন কথা বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

সোমবার রাজধানী ইসলামাবাদে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সক্ষমতার কথা উল্লেখ করে আরিফ আলভি বলেন, পাকিস্তান যে নিজের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পুরোপুরি সক্ষম, সে বিষয়ে কারোরই বিন্দু পরিমাণ সন্দেহ থাকা উচিৎ নয়।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতকে পরমাণু প্রযুক্তি ও উন্নত সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে কোনো কোনো দেশের বৈষম্যমূলক নীতি-অবস্থান আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করার পাশাপাশি আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে।

পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সহনশীলতা প্রদর্শনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি ঘোষণা করেন।

ভারতের বিভিন্ন হুমকির কথা উল্লেখ তিনি বলেন, যারা সার্জিক্যাল স্ট্রাইক ও সীমিত পর্যায়ের যুদ্ধের কথা বলছে তাদের এর পরিণতির দায় বহন করতে হবে।

 (নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর