আইসিসির কাঠগড়ায় এবার জয়াসুরিয়া

ফাইল ছবি

আইসিসির কাঠগড়ায় এবার জয়াসুরিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়ার বিরুদ্ধে দুর্নীতির দমন আইন লঙ্ঘন করার অভিযোগে আনলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট খেলা থেকে অবসর নেয়ার পর শ্রীলঙ্কার দল নির্বাচনের দায়িত্বে ছিলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। নির্বাচক কমিটির প্রধান হিসেবে কাজ করেছিলেন তিনি।

৪৯ বছর বয়সী সাবেক এই ওপেনারের বিরুদ্ধে আর্টিকেল ২.৪.৬ ও আর্টিকেল ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আর্টিকেল ২.৪.৬ ধারায় অভিযোগে আনা হয়, আইসিসির দুর্নীতি দমন শাখার কোনো তদন্তের কাজে যথাযথ কারণ ছাড়া সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা অস্বীকার করার জন্য।
সাধারণত দুর্নীতি দমন শাখার চাওয়া কোনও তথ্য বা নথি দিতে না পারলেই এই ধারায় অভিযোগ আনা হয়।  

অন্যদিকে আর্টিকেল ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয় তদন্তের কাজে বাধা দিলে বা তদন্তকে বিলম্বিত করার চেষ্টা করলে। এর আগে দেখা গিয়েছে তদন্তের প্রয়োজনীয় নথি নষ্ট করা, যা প্রমাণ হতে পারত, অথবা কোনও প্রমাণের সন্ধান দিতে পারত, তার জন্য এই ধারায় অভিযোগ আনা হয়।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর