'কিছুতেই ছাড় দেব না আর্জেন্টাইনদের'

ফাইল ছবি

'কিছুতেই ছাড় দেব না আর্জেন্টাইনদের'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কখনই প্রীতি হতে পারে না। অর্থাৎ আগেই লড়াইয়ের আভাস দিয়ে রেখেছিলেন ব্রাজিলের কোস তিতে। এবার ব্রাজিল দলের অধিনায়ক নেইমার জানিয়ে দিয়েছেন তারা কিছুতেই ছাড় দিচ্ছেন না আর্জেন্টাইনদের।

গণমাধ্যমের কাছে সাক্ষাৎকারে এই তারকা বলেছেন, আমরা কখনও আর্জেন্টিনাকে ছোট করে দেখি না।

তাদের বেশ কয়েকজন অসাধারণ খেলোয়াড় রয়েছে।

গত দুই বছর ধরে পাউলো দিবালাকে আলবিসিলেস্তেদের নয়া মেসি বলে আসছে বিশ্বগণমাধ্যম। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভবিষ্যতের হাল ধরবেন জুভেন্টাসের এই ২৪ বছর বয়সী তারকা সেটিও বেশ স্পষ্ট।

নেইমার বলেন, আর্জেন্টিনা দলে দিবালা রয়েছেন।

এমন ফুটবলারই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। তাই আমদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে।

২০১৭/১৮ মৌসুমে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জামের্ইতে (পিএসজি) যোগ দেন নেইমার। আর এতেই হয়ে যান বিশ্বের সবচে দামি ফুটবলার। চলতি মৌসুমে পজিশন বদল করে পিএসজিতে খেলছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। ক্যারিয়ারের শুরু থেকে লেফট উইং থেকে নিজের সেরাটা দিয়ে আসছিলেন।

 

NEWS24কামরুল

 

সম্পর্কিত খবর