যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে অস্ট্রেলিয়া

বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা, ডানের ছবিতে দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে অস্ট্রেলিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন নীতি অনুসরণ করে ওই পথেই হাঁটল অস্ট্রেলিয়া। দেশটি ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস সরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে।

এছাড়া, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ক্যানবেরা।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তবে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

 দূতাবাস সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম ও ইসরাইলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। তবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মন্ত্রিসভা ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা, ডানের ছবিতে দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের প্রতিবাদ
চলতি বছরের মে মাসে তেল আবিব থেকে জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নেয় আমেরিকা।

এর আগে, গতবছর ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। এতে বিশ্বজুড়ে সমালোচনা ও তোপের মুখে পড়ে আমেরিকা।

সোমবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইটারে লিখেছেন, আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে ও দূতাবাস স্থানান্তরের কথা বিবেচনা করছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর