ইসরাইলি দূতাবাসে ট্রাক্টর হামলার চেষ্টা

এই ট্রাক্টর দিয়ে হামলা চালায় কৃষক

ইসরাইলি দূতাবাসে ট্রাক্টর হামলার চেষ্টা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় ইসরাইলি দূতাবাসে ট্রাক্টর হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। হামলাকারী ওই কৃষকের নাম আইদিন সাকরিয়া।

ইসরাইলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা ‘ইসনা’।

ইসরাইলের বিভিন্ন সূত্র বলছে, আজ তুরস্কের একজন কৃষক ট্রাক্টরের সাহায্যে দূতাবাসে হামলার চেষ্টা চালালেও পুলিশের বাধার কারণে সফল হতে পারেনি।

ওই কৃষক যখন ট্রাক্টর নিয়ে দূতাবাসের দিকে এগোচ্ছিলেন তখন পুলিশ বারবার তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু তিনি পুলিশের হুঁশিয়ারিকে কোনো গুরুত্ব না দিয়ে দূতাবাসের দিকে এগোতে থাকেন। এ সময় পুলিশ ট্রাক্টর লক্ষ্য করে গুলি চালায়। গুলির কারণে ট্রাক্টরটি এলোপাথাড়ি চলতে গিয়ে পাশের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।

ট্রাক্টর চালক ওই কৃষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

তবে আটক কৃষকের অতীত ঘেঁটে দেখা গেছে, এর আগে তিনি কোনো ধরণের অপরাধে জড়াননি।

এখন প্রশ্ন ইসরাইলের প্রতি ক্ষোভ ঝাড়তে না কি কোনো এজেন্টের হয়ে কাজ করছেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)