'খাসোগিকে সাত মিনিটে হত্যা করা হয়'

ফাইল ছবি

'খাসোগিকে সাত মিনিটে হত্যা করা হয়'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে মাত্র সাত মিনিটেই হত্যা করা হয়েছিল। দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতর খাসোগিকে হত্যার পর শরীর টুকরো টুকরো করা হয়। তুরস্কের একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন ও আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

ওই সূত্র আল-জাজিরাকে জানায়, খাসোগিকে হত্যা করতে মাত্র সাত মিনিট লেগেছে।

পরে সৌদি ফরেনসিক বিশেষজ্ঞ সালেহ আল-তুবাইকি খাশোগির মৃত দেহ টুকরো টুকরো করেন, এসময় তিনি তার সহকর্মীদের গান শুনতে বলেন।

এর আগে তুরস্ক দাবি করেছিল খাসোগিকে হত্যার উদ্দেশ্যে সৌদির ১৫ সদস্যের একটি দল ইস্তাম্বুলে উড়ে যায়। তারা জানায়, খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যা করার স্বপক্ষে তাদের কাছে অডিও এবং ভিডিও প্রমাণ রয়েছে। যদিও ওইসময় এর চেয়ে বিস্তারিত কিছুই জানায়নি তুরস্কের কর্মকর্তারা।

এদিকে সোমবার তুরস্কের একটি তদন্তকারী দল প্রায় নয় ঘণ্টা ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট সার্চ করে। ওই অভিযানের পর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেন, তদন্তকারীরা ভেতরে ঢোকার আগে কিছু ‘বিষাক্ত বস্তুর’ ওপর ‘রং’ করেছিল।

অন্যদিকে তুরস্কের আরও একজন উচ্চ পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, ওই অভিযানের পর পুলিশ হত্যার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ পেয়েছে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর