ইরানের বিরুদ্ধে ফন্দি আঁটছে সৌদি-ইসরাইল

সৌদি আরবের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ফায়াদ বিন হামিদ রাকেদ আল রুয়াইলি (ডানে) এবং আইজেনকত

ইরানের বিরুদ্ধে ফন্দি আঁটছে সৌদি-ইসরাইল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানকে মোকাবেলায় ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান গাদি আইজেনকত এবং সৌদি আরবের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ফায়াদ বিন হামিদ রাকেদ আল রুয়াইলি ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন।

ইসরাইলের সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই পক্ষ গত মঙ্গলবার আমেরিকায় অনুষ্ঠিত 'উগ্র সংগঠন প্রতিরোধ' বিষয়ক একটি সম্মেলনের অবকাশে ইরানসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া, একই অনুষ্ঠানের অবকাশে রুয়াইলি এবং আইজেনকত আরো কিছু আরব দেশের সেনা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

তবে সেসব দেশের নাম উল্লেখ করা হয়নি।

আইজেনকত এবং রুয়াইলির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে এই প্রথম দুই পক্ষের সামরিক প্রধানদের আলোচনার বিষয়টি প্রকাশ্যে গণমাধ্যমে এসেছে।

এর আগে গত নভেম্বরে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান আইজেনকত সৌদি মালিকানাধীন অনলাইন ভিত্তিক এলাফ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তেহরানকে মোকাবেলার জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরবকে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সরবরাহে  তেল আবিব প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর