বিশ্বকাপ ট্রফি দেখতে দর্শনার্থীর ভিড়

ছবি-সংগৃহীত

বিশ্বকাপ ট্রফি দেখতে দর্শনার্থীর ভিড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইতিমধ্যে বাংলাদেশে এসেছে আইসিসি-২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। ট্রফিটি এখন রাখা হয়েছে রাজধানী ঢাকার অত্যাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে। সেটি একনজর দেখতে সেখানে নেমেছে দর্শনার্থীর ঢল।

আগেই জানা ছিল, এদিন এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমলটিতে প্রদর্শিত হবে বিশ্বকাপ ট্রফি।

প্রদর্শন শুরুর নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। এর আগেই সেখানে ভিড় জমান ক্রিকেট অনুরাগীরা। শুরুতে আগত দর্শনার্থীদের সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আসে।
এখন সুশৃঙ্খল-মনোরম পরিবেশে তা দেখা যাচ্ছে।

যমুনা ফিউচার পার্কে এখন বিরাজ করছে উৎসব আমেজ। সাধের সোনালি ট্রফি দেখতে ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা সবাই। অনেকে একা দেখে যাচ্ছেন। জুটি বেঁধে আসছেন তরুণ-তরুণীরা। অনেকে পরিবার নিয়েও জমায়েত হচ্ছেন। সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছেন। এককথায়- নবজাতক থেকে ৮০ বছরের বৃদ্ধও এর দর্শক।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর