'কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ আ. লীগের দাবি নয়'

ফাইল ছবি

'কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ আ. লীগের দাবি নয়'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগের দাবি ১৪ দলের, এ দাবি আওয়ামী লীগের নয়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনে একজন এক প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেই তার পদত্যাগ দাবি করতে হবে এইটা আমি মনে করি না। ১৪ দল আমি বুঝি না, এটা তাদের ব্যক্তিগত মত, তারা কী চিন্তা করেছেন সেটা আমি জানি না।

আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ। আমরা এ দাবি করি না।

পূজা উপলক্ষে সেতু ভবনে শুভেচ্ছা বিনিময় করতে আসেন শ্রিংলা। পরে ভারতের হাইকমিশনার বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে ভারত।

নির্বাচনে আগে প্রতিবেশী ভারত বাংলাদেশে কোনও সহিংসতা দেখতে চায় না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি কোনও সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর