‘শীঘ্রই চীন-রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ’

চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ হবে যুক্তরাষ্ট্রের

‘শীঘ্রই চীন-রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৯ সালের মধ্যে চীন অথবা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে যুদ্ধ হবে বলে মনে করে ওয়াশিংটনের প্রায় অর্ধেক সেনা।

মার্কিন সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে যুদ্ধভীতি বাড়ায় তারা এমন মন্তব্য করছে। এক জনমত জরিপে এমন তথ্য উঠে আসে।

মিলিটারি টাইমস মার্কিন সক্রিয় সেনাদের মধ্যে এ জরিপ পরিচালনা করে এবং বুধবার ফলাফল প্রকাশ করে।

ফলাফলে দেখা যাচ্ছে- শতকরা ৪৬ ভাগ মার্কিন সেনা ধারণা করছে- আগামী বছরের মধ্যেই বড় আকারের যুদ্ধ হবে। তবে এই ধারণা সেপ্টেম্বর মাস থেকে ব্যাপকভাবে বেড়ে গেছে। এর আগে মাত্র শতকরা পাঁচ ভাগ সেনা যুদ্ধের আশঙ্কা করত।

অবশ্য, মার্কিন সেনাদের শতকরা ৫০ ভাগ মনে করে আগামী বছর বড় কোনো যুদ্ধের সম্ভাবনা নেই।

তবে, গত বছরের চেয়ে এমন ধারণা পোষণকারী সেনা সংখ্যা কমেছে। একই জনমত জরিপে তখন দুই-তৃতীয়াংশ সেনা যুদ্ধের আশংঙ্কা নেই বলে জানিয়েছিল।  

বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী কিংবা চীন ও রাশিয়ার মতো প্রথাগত গুরুত্বপূর্ণ শক্তির পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার মার্কিন সেনাদের যুদ্ধ-প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এরপর সেনাদের মধ্যে যুদ্ধভীতি ছড়িয়ে পড়ে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর