ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানকে দুদকের তলব

ফাইল ছবি

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানকে দুদকের তলব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমানকে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।

আজ বৃহস্পতিবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হলে দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন জিজ্ঞাসাবাদ করেন।

লতিফুর রহমানকে তলব করে গত ১১ অক্টোবর নোটিস পাঠায় দুদক।

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপিসহ তাকে আজ ১৮ অক্টোবর উপস্থিত থাকতে বলা হয়।

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রুপভুক্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর