খোসোগির লাশ সন্ধানে জঙ্গলে তল্লাশি

ছবি-সংগৃহীত

খোসোগির লাশ সন্ধানে জঙ্গলে তল্লাশি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবের বিখ্যাত সাংবাদিক নিখোঁজ জামাল খোসোগির লাশ সন্ধানে ইস্তাম্বুলের বেলগ্রাড জঙ্গলে তল্লাশি চালিয়েছে তুর্কি নিরাপত্তা বাহিনী। তাকে হত্যার পর খণ্ডিত লাশ ওই জঙ্গলে ফেলা হয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। খবর ইয়ানি শাফাকের।

খবরে বলা হয়েছে, ২ অক্টোবর সৌদি কনস্যুলেট থেকে যে গাড়ি বের হয়েছিল তা ওই জঙ্গলের দিকে গিয়েছিল।

ওই গাড়িতে করে জামাল খোসোগির মৃতদেহ নেয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার কিছুক্ষণ পরই সাংবাদিক জামাল খোসোগিকে আটকে ফেলা হয় হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, নির্যাতনের পর একটি টেবিলের ওপর নিয়ে তাকে জ্যান্ত জবাই করা হয়। এরপর হাড় কাটা করাতে টুকরো টুকরো করা হয়।

সাত মিনিটের মধ্যেই শেষ হয় খোসোগি হত্যাযজ্ঞ। মৃত্যু চিৎকার যেন কানে না আসে সে জন্য সচেতনভাবেই কানে হেডফোন লাগিয়ে নেয় হত্যাকারীরা।

খোসোগির জীবনের বর্বর এই শেষ মুহূর্তগুলোই রেকর্ড হয় তারই হাতঘড়ি অ্যাপল ওয়াচে। কয়েক দিন আগেই এই অডিও রেকর্ডিং হাতে পান তুর্কি গোয়েন্দা কর্মকর্তারা। বেনামি কয়েকটি সূত্রের উল্লেখ করে বুধবার মিডলইস্ট আই এ খবর জানিয়েছে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর