শহীদ মিনারে মানুষের ঢল, আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা

ছবি-সংগৃহীত

শহীদ মিনারে মানুষের ঢল, আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কিংবদন্তি ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সেখানে এ গুণী শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবস্তরের মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে তাকে শহীদ মিনারে নেয়া হয়।

সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহশিল্পী, বন্ধু, স্বজন, ভক্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন শহীদ মিনারে।

শহীন মিনার থেকে তার মরহেদ নেয়া হবে জাতীয় ঈদগাহে। বাদ জুমা সেখানে তার প্রথম জানাজা হবে। পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে।

শনিবার তার মরদেহ নেয়া হবে জন্মস্থান চট্টগ্রামে। সেখানে আরেকটি জানাজার পর মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

আইয়ুব বাচ্চুর পরিবার সূত্রে জানা গেছে, তার এক ছেলে ও এক মেয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তারা দেশে এলেই তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু মারা যান। তার আকস্মিক মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর