দুর্গোৎসবের আজ শেষ দিন

ছবি-সংগৃহীত

দুর্গোৎসবের আজ শেষ দিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের আজ শুক্রবার শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

আজ বিকেল ৩টায় ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা শুরু হয়ে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, পুলিশ হেড কোয়াটার, গোলাপ শাহ মাজার, গুলিস্থান, নবাবপুর, রায় সাহেব বাজার, সদরঘাটের ওয়াইজঘাট বিনা স্মতি ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই বছরের উৎসব।

উল্লেখ্য, গত সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়।

পরের দিন মঙ্গলবার সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্যদিয়ে উদযাপিত হয় মহাসপ্তমী পূজা, যা দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বুধবার কুমারী পূজার পর হয় মহাঅষ্টমীর সন্ধিপূজা।

বৃহস্পতিবার মহানবমী উদযাপিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা অপশক্তি অসুর বধের দৃঢ় প্রতিজ্ঞায় মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন।

 

NEWS24কামরুল

 

সম্পর্কিত খবর