দুর্গোৎসব উপলক্ষে ফ্রি চিকিৎসা

ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগীরা।

দুর্গোৎসব উপলক্ষে ফ্রি চিকিৎসা

পিরোজপুর প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ঠাকুরহাওলা আমতলা গ্রামের এক হাজার রোগী পেলো ফ্রি চিকিৎসা। সুবোধ চন্দ্র স্মৃতি পাঠাগারের আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন শহিদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অমর বিশ্বাস (ঢাকা), গ্যাস্টোএন্ট্রেরোলজিষ্ট, এম ডি, এফপিজিসি এস এর ডা. দিপষ্কর নাগ(খুলনা), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ডা. মলয় কৃষ্ণ বড়াল, ডা. সনজিত কুমার মন্ডল, ডা.তুষার বিন্দু হালদার, ডা. সাথী বৈরাগী, ডা. শোভন রায় চৌধুরীসহ আরো অনেকে।

শহিদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অমর বিশ্বাস বলেন, এ গ্রামের বেশিরভাগ রোগীই প্রেশার, গ্যাস্ট্রিক ও ডায়াবেটিস রোগে আক্রান্ত।

এ থেকে মুক্তি পেতে পান-সুপারী ও ধূমপান থেকে বিরত থাকতে হবে।

আয়োজক ও সুবোধ চন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি সুদেব কুমার বেপারী বলেন, আমারা ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী পরিচালনা করব। এখানে চিকিৎসা নিতে বিভিন্ন গ্রাম থেকে প্রায় হাজার খানেক রোগী এসেছেন। আগামীতে আরোও বড় করে এ কর্মসূচি আয়োজন করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/ইমন/তৌহিদ)

সম্পর্কিত খবর