ভারতে ট্রেনচাপায় ৫০ জন নিহত

দুর্ঘটনাস্থলে লোকজনদের ভিড়

ভারতে ট্রেনচাপায় ৫০ জন নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের অমৃতসরে ট্রেনচাপা পড়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৫ জন। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের সময় এ দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব রাজ্যের দোবি ঘাট এলাকায় রাবণের কুশপুত্তলিকা দাহের অনুষ্ঠান পালন করা হচ্ছিল। স্থানটি জুরা পাটক রেললাইন–সংলগ্ন। কুশপুত্তলিকা দাহের সময় আতশবাজি ফোটানো হচ্ছিল। এ কারণে দর্শনার্থীরা ট্রেনের আওয়াজ শুনতে পাননি।

সেখানে ৩০০ জনের মতো দর্শনার্থী ছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আতশবাজির স্ফুলিঙ্গ থেকে বাঁচার জন্য কিছু মানুষ রেললাইনের ওপর উঠে পড়ে। আর সে সময়ই ওই ট্রেন চলে আসে। স্থানীয় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাখবির সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হতাহতের বিষয়ে শোক জানিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উদ্ধার দ্রুত তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)