চার নারীর যৌন হেনস্থকারীর আত্মহত্যার চেষ্টা

অনির্বাণ দাস

চার নারীর যৌন হেনস্থকারীর আত্মহত্যার চেষ্টা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘#মি টু’ ঝড়ে আক্রান্ত হয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থার যুগ্ম-প্রতিষ্ঠাতা অনির্বাণ দাস ব্লাহ। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে ভাসির পুরনো সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। এসময় তাঁকে উদ্ধার করে মুম্বাই পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, পুলিশ জানায়- রাত সাড়েটার দিকে ভাসির পুরনো সেতুর রেলিংয়ে উঠে লাফ দেওয়ার চেষ্টা করছিলেন অনির্বাণ।

এসময় তাঁকে উদ্ধার করে পুলিশ।  

পুলিশ সূত্রের খবর, তখন রীতিমতো কান্নাকাটি করছিলেন অনির্বাণ। ভাসির ট্রাফিক পুলিস ইন্সপেক্টর বলেন, আমাদের কাছে তথ্য ছিল, এক ব্যক্তি ভাসি সেতুতে আত্মহত্যা করতে আসছেন। অন্ধকারেই জাল বিছিয়ে ছিলাম আমরা।

কাওয়ান এন্টারটেনমেন্টের প্রতিষ্ঠাতা সদস্য অনির্বাণ। দীপিকা পাডুকোনের প্রাক্তন ম্যানেজারও ছিলেন। সম্প্রতি চারজন নারী অনির্বাণের বিরুদ্ধে ‘#মি টু’-তে অভিযোগ করেন। এর জের ধরেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন অনির্বাণ। আর সে কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে মনে করছে পুলিশ।  

ভাসি থানার সিনিয়র ইন্সপেক্টর অনিল দেশমুখের বলেন, অনির্বাণকে উদ্ধারের পর আমাদের হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ। ওঁর দাবি, ব্রিজে হাঁটতে এসেছিল। পরিবারের সদস্যরা এসে ওনাকে নিয়ে যান।

একাধিক নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর অনির্বাণকে পদত্যাগ করতে বলে কাওয়ান কর্তৃপক্ষ।

তারা বিবৃতি দিয়ে জানায়, অনির্বাণ ব্লাহকে সবরকম দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তাঁর সঙ্গে কাওয়ানের সম্পর্ক ছিন্ন।  

বিবৃতিতে জানানো হয়, ‘#মি টু’ আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। নারীদের যৌন হেনস্থার বিরোধিতা করছি। আইন মেনে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের ব্যবস্থা রয়েছে সংস্থায়'।

‘#মি টু’ ঝড়ে ইতিমধ্যে অনেক নামকরা অভিনেতা-পরিচালক কুপোকাত হয়েছেন। ক’দিন আগেই এ ঝড়ে আক্রান্ত হয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। যদিও শুরু থেকে তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন।  
প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি একজনের বিরুদ্ধে মানহানির মামলাও করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর