বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল বন্দর।

বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

যশোর প্রতিনিধি

টানা চারদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির কবলে পড়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর।

তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর অভ্যন্তরে পণ্য খালাস ও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, পূজা উৎসব উপলক্ষে মঙ্গলবার থেকে এপথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

পূজা শেষে শনিবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

টানা চারদিন বেনাপোল বন্দর বন্ধ থাকায় সেখানে সৃষ্টি হয়েছে পণ্যজটের।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর