'এখন থেকেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু'

ছবি-সংগৃহীত

'এখন থেকেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বলেছেন, বিশ্বকাপের বাকি আছে আর কয়েকটা মাস। তার আগে এই সিরিজসহ চারটা সিরিজ খেলবে বাংলাদেশ। অধিনায়ক তাই এখন থেকেই দলের প্রস্তুতি সেরে নেয়ার ব্যাপারে উদগ্রীব।

এর আগে  তিনি প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ধন্যবাদ দিয়ে বলেন, জিম্বাবুয়ে বলেই যে সমীহ করবে না বাংলাদেশ সেটি ভাববার সুযোগ নেই।

জিম্বাবুয়ে যে তাদের সেরা দলটা নিয়ে খেলতে এসেছে এ জন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমি মনে করি এখান থেকেই আমাদের পরিকল্পনা শুরু করে দেয়া উচিৎ। প্রতিটা আন্তর্জাতিক ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি বলবো জিম্বাবুয়ে তাদের সেরা দলটা আসায় আমাদের জন্য ভালো হয়েছে।

বিশ্বকাপ পরিকল্পনায় এই দল থেকে কারা এগিয়ে থাকবে এমন প্রশ্নে মাশরাফি বলেন, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা এগিয়ে আছে। তারা সেভাবেই নিজেকে প্রস্তুত করছে। এরপরও যদি আল্লাহ না করুক কেউ চোটে পড়ে তাহলে তার বিকল্প ভাবতেই হবে। লিটন, রুবেল, মুস্তাফিজ এরাও ভালো করছে। আমাদের ব্যাকআপ প্লেয়ার খুবই কম তবুও এখন অনেকে আসছে। ফজলে রাব্বিকে নেয়া হয়েছে দলে, আছে সাইফউদ্দিনও। ওদের নিয়েও সেভাবে প্ল্যান করা হচ্ছে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর