রুবেল কি থাকছেন প্রথম ম্যাচে!

ফাইল ছবি

রুবেল কি থাকছেন প্রথম ম্যাচে!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আগামীকাল রোববার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই শুরু হবে। জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভব্য সেরা দল নিয়েই নামবে বলে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নাও থাকতে পারেন পেসার রুবেল হোসেন।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে দলের হয়ে দারুণ বলও করেন রুবেল হোসেন। কিন্তু জ্বরের কারণে জিম্বাবুয়ে সিরিজের আগে তিনি দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেননি। অ্যান্টিবায়োটিক নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন। আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা কম বলে জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, 'ইনজুরির কারণে একটা জায়গা নিয়ে চিন্তা আছে।

রুবেল হাসপাতালে ছিল এটাও সবার জানা। এছাড়া আমরা সম্ভব্য সেরা দল নিয়েই মাঠে নামবো। '

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে পাচ্ছে না। তামিমের জায়গায় ওপেন করতে দেখা যাবে ইমরুল কায়েসকে। এছাড়া এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাস তো আছেনই। তবে প্রথমবারের মতো দলে ডাক পাওয়া রাব্বি এ ম্যাচে ডাক নাও পেতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেননি তিনি। দলে সুযোগ পাওয়ার জন্য বরিশালের ছেলেকে চট্টগ্রামের বাকি দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতে পারে।

রুবেল হোসেনের জায়গায় দলে সুযোগ পেতে পারেন জানুয়ারির পরে আবার দলে ফেরা পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। এশিয়া কাপের মাঝে দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্তরও দলে থাকার সম্ভাবনা কম। মাশরাফি বলেন, 'এশিয়া কাপের দলে অনেক অনিশ্চিতা গেছে। দু-একজন এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিল। '

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আরিফুল হক, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর