নির্মাণস্থলে ভূমিধস, বাংলাদেশিসহ নিহত ৯

ছবি-সংগৃহীত

নির্মাণস্থলে ভূমিধস, বাংলাদেশিসহ নিহত ৯

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মালয়েশিয়ায় নির্মাণস্থলে ভূমিধসে তিন বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পেনাং রাজ্যের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে টুইন হিলস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাইটে নির্মাণস্থলে এ ভূমিধ্বসের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল দুইটার দিকে মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছেন উত্তর পূর্ব জেলা পুলিশ সহকারী কমিশনার চে জামান।

৯ জনের মধ্যে যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩০) পানিসারা ইউনিয়নের মোহিনিকাটি গ্রামের রবিউল ইসলামের পুত্র রাহাতজান আলী (২৫) এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের মোজাহারুল ইসলামের পুত্র আখতারুজ্জামান (৩৫)।

নিহত উজ্জ্বল হোসেন রাহাতজান আলী ও আখতারুজ্জামান একে অপরের খালাতো ভাই। একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যুতে যশোর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এছাড়াও মৃত ব্যক্তিদের মধ্য রয়েছে ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ ও দুইজন নারী এবং মায়ানমারের একজন মহিলা। এখনো নিখোঁজ ১০ জনের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

উদ্ধারকারী দল সন্দেহ করছে মাটির নিচে হয়তো নিখোঁজ ১০জন থাকতে পারে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর